info@medicallerbd.com
০১৭৬০-৯২৮৮২৮

মেডিকলার ব্লগ

প্রতিদিন খানিকটা হাঁটার উপকারিতা!

রোজ খানিকটা হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত হাঁটলে অনেক সুফল পাওয়া যায়। দৈনন্দিন শারীরিক পরিশ্রম না হওয়ার বা করোনাকালে কম হওয়ার কারণে এখন শরীরে বাসা বাঁধছে নানান অসুখ। এর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস (বাত), ওবেসিটি বা স্থূলতা, মাংসপেশির শক্তি কমে যাওয়া, অস্টিওপোরোসিস অন্যতম। অথচ শুধু হাঁটার মাধ্যমে এর অনেকগুলো আপনি রুখে দিতে পারেন।

"কখন হাঁটতে হবে"

সকালে না, বিকেলে হাঁটলে ভালো। কতখানি হাঁটবেন তা আপনার চিকিৎসক আপনার শরীর বা রোগের পরিধি বুঝে পরিমাণ নির্ধারণ করে দেবেন। তবে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটতে হবে।

"যেসব রোগের ঝুঁকি কমায়"

✓ শরীরের অতিরিক্ত চর্বি কমে। ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ে, মন্দ কোলেস্টেরল বা এলডিএল কমে।

✓ ওজন কমে। ওজন কমার যেসব সুবিধা, সেগুলো পাওয়া যায়। হাঁটুব্যথা, কোমরব্যথা কমে।

✓ স্তন ক্যানসারসহ অন্য অনেক ক্যানসারের ঝুঁকি কমে।

✓ হাঁটলে শরীরের পেশিতে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। ফলে রক্তের গ্লুকোজ কমে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

✓ উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) ঝুঁকি কমাতেও প্রতিদিন হাঁটুন। করোনারি ধমনিতে ব্লক থাকলেও নিয়মিত হাঁটার কারণে আশপাশের ছোট রক্তনালিতে রক্ত সরবরাহ বাড়ে। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে।

✓ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে। হাঁটার সময় হৃৎস্পন্দন আর শ্বাস–প্রশ্বাসের গতি বাড়ে। ফলে হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে রক্ত সরবরাহ বাড়ে।

✓ যাঁরা নিয়মিত হাঁটেন, তাঁদের অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়জনিত একটি রোগ) কম হয়। হাড়ের জোড়া বা গিঁট সুস্থ থাকে।

"সর্বোচ্চ উপকার পেতে"

✓ হাঁটার উপকার পেতে সপ্তাহে অন্তত পাঁচ দিন ও কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটুন।

✓ বাসায় কিংবা অফিসে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে পারেন।

✓ হাঁটা শুরু করার প্রথম দিকে এক জায়গায় দাঁড়িয়ে হাত–পা নেড়ে ওয়ার্মআপ করে নিন ৫ মিনিট।

✓ প্রথমে ধীরে হাঁটা শুরু করুন। তারপর গতি বাড়ান। শেষ ৫ মিনিট আবার গতি ধীর করুন। একে কুলডাউন বলে। তারপর এক জায়গায় বসে খানিক বিশ্রাম নিয়ে ফিরে আসুন।

মেডিকলার

মেডিকলার বিডি খুলনাতে বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল, অত্যাধুনিক ডায়াগনস্টিক, সার্জিক্যাল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে। খুলনার সেরা ডাক্তারদের সিরিয়াল পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। সহজ ও স্বচ্ছ স্বাস্থ্যসেবা এখন আপনার দোরগোড়ায়।

যোগাযোগ করুন

শান্তিধাম মোড়, খুলনা। বাংলাদেশ।

info@medicallerbd.com

০১৭৬০-৯২৮৮২৮
০১৮২২-১১১১৮৩

জরুরী নাম্বারসমূহ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা।

০৪১-৭৬১৫৩৫
০১৭১৬-২৮০৭০৮

শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল খুলনা।

০৪১-৭৬০৩৯০
০১৭১৬-১৬৯৮৩৪

© মেডিকলার বিডি। সর্বস্বত্ব সংরক্ষিত।